ইন্টারনেট ও বর্তমান বিশ্ব


আমাদের প্রাত্যহিক ব্যবহারিক জীবনের সাথে ইন্টারনেট আজ ওতপ্রােতভাবে জড়িয়ে আছে । আপনি টেলিভিশনের সুইচ দিয়ে রিমােট কন্ট্রোল হাতে মুহূর্তের মধ্যে এক দেশের অনুষ্ঠান থেকে অন্য দেশের অনুষ্ঠান উপভােগ করতে পারছেন । আপনি কি জানেন , আপনার সামনে পরিবেশিত এইসব অনুষ্ঠানগুলাের বেশিরভাগই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আপনার সামনে তুলে ধরা হচ্ছে । 

পৃথিবীর অন্য প্রান্তে কী ঘটছে তা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেয়া হচ্ছে এই প্রান্তের কম্পিউটারে । এমনকি শুধু পৃথিবীর মাটিতেই নয় । মহাকাশে , মহাসাগরে যেখানে যা কিছু ঘটছে- তার তথ্যাদি ভিডিও চিত্র মুহূর্তের মধ্যে সম্প্রচার কেন্দ্রে পাঠিয়ে দেয়া সম্ভব হচ্ছে এই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ।

আপনি ছাত্র , গৃহিনী কিংবা চাকুরীজীবী যাই হােন না কেন , ইন্টারনেট পরিবারের সদস্য হওয়া মাত্র পুরাে বিশ্ব যেন চলে আসবে আপনার সামনে রাখা কম্পিউটারের মনিটরে । আপনার আঙুলের ডগায় ।

 কী - বাের্ডে আঙুলের সামান্য ছোঁয়ায় আপনি পুরাে বিশ্ব ঘুরে আসতে পারবেন মুহূর্তের মধ্যে । তাহলে আসুন জেনে নিই- কেন আপনাকে ইন্টারনেট পদ্ধতি ব্যবহার করতে হবে বা এই পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে ।


আজকের তথ্য প্রযুক্তির এই মহাযজ্ঞে ইন্টারনেট যারা ব্যবহার করেন না । তারা বােধহয় এখনও প্রযুক্তি থেকে দূরে অবস্থান করছেন । আধুনিকতার ছোঁয়া থেকে , নিত্যনতুন প্রযুক্তির খবর থেকে বঞ্চিত আছেন । অত্যন্ত দ্রুতগতিতে এবং ন্যূনতম কম খরচে যােগাযােগের এই মাধ্যমটি যারা ব্যবহার করছেন না তারা এখনও উপলব্ধি করতে পারছেন না- কী ধরনের সীমাহীন শক্তি তাদের হাতছাড়া হয়ে আছে ।

 ইন্টানেটের ক্ষেত্রে দূরত্ব কোন বিষয় নয় । সেটা পৃথিবী থেকে চাদের দেশ হােক বা মঙ্গল গ্রহ হােক । ইন্টারনেটভূক্ত যে কোন কম্পিউটারে মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করার এই সুবিধাকে আলাের গতির সাথেও তুলনা করা যেতে পারে । বরং ক্ষেত্রবিশেষে আলাের গতির চেয়েও দ্রুত তথ্য আদান প্রদান করা যায় ইন্টারনেট ব্যবহার করে । যে কোন দূরত্ব অতিক্রম করে তথ্য আদান প্রদানের এমন মাধ্যম পৃথিবীর আর কোন কিছুতে নেই ।


Comments

Popular posts from this blog

Information Technology and the Internet

Tree Plantation Vital For Sustainable Environment: CM