ইন্টারনেট কী এবং কেন


ইন্টারনেট মূলত একটি সুবিশাল কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া আর কিছুই নয় ।

প্রকৃতপক্ষে নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলােকে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কভূক্ত কম্পিউটারের সাথে একের পর এক যুক্ত করে পৃথিবীব্যাপী যে সুবিশাল কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়েছে- সংক্ষেপে তাকেই বলা হয় ইন্টারনেট । 

এই কারণে , ইন্টারনেটকে সকল নেটওয়ার্কের সম্রাট হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে ।

 আপনার কম্পিউটারটি যখন ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাবে তখন ঘরে রাখা কম্পিউটারটির সামনে বসে আপনি সুদূর আমেরিকা বা আফ্রিকায় অবস্থিত ইন্টারনেটভূক্ত কম্পিউটারের সাথে মুহূর্তের মধ্যে যােগাযােগ স্থাপন করতে পারবেন ।

প্রেরণ কিংবা গ্রহণ করতে পারবেন সকল ধরনের বার্তা । 

বিনিময় করতে পারবেন ছবি , সিনেমা , সাংস্কৃতিক অনুষ্ঠান ।

নিজের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারে ডাউনলােড করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্রি সফটওয়্যার ।

 সুতরাং বলা যায় , পারস্পরিক আন্তঃসংযােগ বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্কগুলােকে বিশ্বব্যাপী নেটওয়ার্কে সংযুক্ত করাকেই ইন্টারনেট বলা হয়ে থাকে ।

এই কারণে , ইন্টারনেট কোন মালিক বা প্রতিষ্ঠানের অধীনে নয় । 

প্রতিটি কম্পিউটার পরিচালনাকারী এক একজন মালিক বা এক একটি প্রতিষ্ঠান ।

একটাগ্রুপ কম্পিউটার নেটওয়ার্কিং পদ্ধতির সার্ভারের সাথে আরেকটি গ্রুপ কম্পিউটার নেটওয়ার্কিং পদ্ধতির সার্ভারে যােগাযােগ স্থাপন করার মাধ্যমে বিশ্বব্যাপী গড়ে উঠেছে সুবিশাল ইন্টারনেট পরিবার ।

 বর্তমান তথ্য প্রযুক্তির মহাযজ্ঞে ইন্টারনেট তাই রাখতে পারছে তার নিজের প্রকৃত ভূমিকা ।

Comments

Popular posts from this blog

Information Technology and the Internet

Tree Plantation Vital For Sustainable Environment: CM

ইন্টারনেট ও বর্তমান বিশ্ব